সংযমই আমাদের সাফল্যের চাবিকাঠি

 ভাগ্য নয়, সংযমই আমাদের সাফল্যের চাবিকাঠি একটি অনুপ্রেরণামূলক গল্প, গল্পটি পড়ে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। 

আমাদের আশেপাশে অনেকে আছে,  যারা জীবনে প্রতিটা ব্যর্থতার পেছনে ভাগ্যকে দায়ী করে। ভাগ্যে না ছি্‌ল আমার কপালে সাফল্য নেই, একথাগুলো যেন আমাদের জীবনের অজুহাত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সত্যিটা হল ভাগ্য নয়, সংযম আর অধ্যাবসাই হল সেই গোপন চাবিকাঠি যা দরজা খুলে দেই সফলদের রাজপথে। 



সংযম মানে কি শুধু ত্যাগ? 

অনেকেই ভাবেন সংযম মানে জীবন থেকে সবকিছু বাদ দিয়ে কঠিন পথে হাটা। না, সংযম মানে হল নিজের ইচ্ছে গুলোকে নিয়ন্ত্রণে রাখা। যখন দরকার তখন নিজেকে থামিয়ে দেওয়া, যাতে বড় কোন লক্ষ্যে পৌঁছানো যায়। ছোট ছোট লোভ, তাৎক্ষণিক আনন্দ এইসব বাদ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ায় সংযমের প্রকৃত অর্থ ।

উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি একজন স্টুডেন্ট। তোমার সামনে দুইটা অপশন, একটা সিরিজ দেখা আর একটা হল পড়াশোনা করে পরের দিনের টেস্টের জন্য প্রস্তুত। তোমার মাথা বলতে আজ একটু রেস্ট নেই কিন্তু হৃদয় জানে, এই একদিনের প্রস্তুতি হয়তো তোমার রেজাল্ট বদলে দিতে পারে। তাহলে তুমি নিজের ভবিষ্যতের প্রতি সম্মান দেখালে। এটাই সাফল্যের শুরু।

আরও পড়ুনঃ মরিঙ্গা পাউডার এর উপকারিতা

বড় মানুষেরা কি ভাগ্যে ভরসা করতেন?  

স্টিভ জব, এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ-এদের কারো সাফল্য ভাগ্যের দয়া ছিল না। ওরা নিজের টাকাগুলোকে নিয়ন্ত্রণ করে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তাদের ক্যারিয়ার আলোকিত করেছে। ওদের জীবনে একটা জিনিস ছিল discipline এবং self-control। পরিশ্রমীরা ভাগ্যের দোহাই দেয় না। তারা কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্যকে সফলতার দিকে নিয়ে যায়। যারা পরিশ্রম করে তারা কখনো হেরে যায় না, পরিশ্রমিরা জানে কিভাবে সফলতা আনতে হয়। তাই তারা কঠোর পরিশ্রম করে সফলতার দিকে নিয়ে যায়। যারা পরিশ্রম করে আল্লাহ তায়ালা তাদের নিরাশ করেন না। মহান আল্লাহ তায়ালা পরিশ্রমীদের পছন্দ করেন। এবং পরিশ্রমীদের সফলতা দান করেন। তাই ভাগ্যের উপর ভরসা না করে কঠোর পরিশ্রম করতে শিখুন। 

 সংযম আসলে কিভাবে সাফল্য এনে দেয়? 

ফোকাস বাড়ায়-যখন তুমি নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখো, তখন তোমার মন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায়। সময় নষ্ট হওয়া কমে তোমার কাছে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাহস আর আত্মবিশ্বাস তৈরি হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে তুমি বুঝতে পারো সবকিছু পারো। ভাগ্য কেবল, একটা গল্প যেটা আমরা বলি নিজের ব্যর্থ তাকে লুকাতে। কিন্তু সংযম হলো, সেই বাস্তব সত্যি যেটা দিয়ে মানুষ পাহাড়কেও সরিয়ে ফেলতে পারে। তাই আজ থেকে আর অজুহাত নয় নিজের উপর  নিয়ন্ত্রণ আনো । রোজ একটু করে নিজেকে গড়ে তোল। দেখবে, সাফল্য একদিন তোমার দরজায় কড়া নাড়বেই নাড়বে । 

সফল হতে কি কি প্রয়োজন? 

সফল হতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে। পরিশ্রম ছাড়া সফল হওয়ার কোন বিকল্প নেই। প্রত্যেক  সফল ব্যক্তি কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তাই আমাদেরও সফল হতে হলে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে । 

সফলতা এমন একটি জিনিস যেটি সবার কাছে আসে না বা সবাই তা অর্জনও করতে পারে না। কেবল পরিশ্রমে ব্যক্তি ছাড়া এ সফলতা কেউ অর্জন করতে পারবে না। কেননা পরিশ্রমই হলো সফলতার চাবিকাঠি। সফল হতে গেলে নিজের প্রতি আত্মবিশ্বাস ও থাকা অতি প্রয়োজনীয়, কারণ আত্মবিশ্বাস না থাকলে আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন না। আপনাকে লক্ষ্য রাখতে হবে স্থির এবং নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ধৈর্য ধারণ করে লক্ষ্য করুন এর উদ্দেশ্যে পরিশ্রম করে যেতে হবে। তবেই সফলতা দেখা দিবে। 

তোমার হাতে আছে সেই চাবিকাঠি। তুমি শুধু দরজাটা খোলার সাহস দেখাও। বাকিটা এমনি এমনিই হয়ে যাবে ইনশাআল্লাহ। 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url